OUR MISSION

দব্রি মির ( শান্তিময় পৃথিবী ) একটি অরাজনৈতিক , স্বেচ্ছাসেবামুলক সংগঠন । জাতি , ধর্ম , বর্ণ , দল , মত নির্বিশেষে  সবার প্রয়োজনে বা বিপদে পাশে দাঁড়ানো এই সংগঠনের মুল উদ্দেশ্য ।

 

হাতে হাত মিলিয়ে , কাঁধে কাঁধ মিলিয়ে চলার পথে যখন আমরা  সবাই উপলব্ধি করবো মানুষ মানুষের জন্য তখন থেকেই আমরা দেখবো একটা নতুন পৃথিবী , সেটাই হবে শান্তিময় পৃথিবী , যে পৃথিবীর রুশ  নাম দব্রি মির ।  আর এই দব্রি মির গড়ার স্বপ্ন নিয়ে  আমাদের এই শুভ যাত্রা । আমরা বিশ্বের সবাইকে দব্রি মিরের ছাতার ছায়ায় আহব্বান জানাই । আসুন সবাই মিলে আমাদের এই সুন্দর পৃথিবীকে শান্তিময় করে তুলি  আমাদের নিজেদের জন্য এবং  আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ।